নামকরণ:-পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী ককসবাজার জেলার,রম্যভূমি রামু উপজেলার অন্তর্গত ঈদগড় ইউনিয়নটি প্রাকৃতির আপন হাতে গড়া পাহাড়ি জনপদ হিসেবে খ্যাত। বিগত ১৭৫৩ সালে সম্রাট শাহ্ সুজা আরকানে পলায়নের সময় ঈদের নামাজ আদায়ের সূত্র ধরে তৎকালিন বংশধররা পাহাড়ি এই জনপদের ঈদগড় নামকরণ করেন।সময়ের আলোকে এখানকার বৃহৎ জনগোষ্টি সেই নামকরনেই ঈদগড় হিসাবে পরিচিত আজকের ঈদগড়।।কালের বির্বতনে এখানখার
সীমানা:- উত্তরে খুটাখালী ও বাইশারী ইউনিয়ন,দক্ষিনে বাইশারী ও গর্জনিয়া ইউনিয়ন।পূর্বে বাইশারী, পশ্চিমে ঈদগাঁও ও ইসলামাবাদ ইউনিয়ন।
|
জেলা ও উপজেলা সদর হইতে দূরত্ব: - ইউনিয়ন সদর হইতে জেলা ৩৭ কি:মি:, উপজেলা ২৬ কি: মি: |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস