Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ঈদগড় করলিয়ামোরা আশ্রয়ন প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছে। কিন্তু তা এতযে নিম্নমানের হবে তা কি আমাদের সরকার জানে
Details

কক্‌সবাজার জেলার রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নের করলিয়ামোরা গ্রামের নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছে। কিন্তু তা এতইযে নিম্নমানের হবে তা আমাদের সরকার জানেনা।

১। এই আশ্রয়ন প্রকল্পের ব্রিক ফাউন্ডেশন ১৫ ইন্সি করার কথা থাকলেও তা হচ্ছে ১০ ইন্সি তাও খুব নিম্নমানের ইট দিয়ে।

২। এভাবে কাজ হয়ে থাকলে আশ্রয়ন প্রকল্প বিল্ডিং যে কোন মুহুর্তে সাবারের রানা প্লাজার মত ধসে পড়ে যাবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

৩। শক্ত মাঠি থেকে ফাউন্ডেশন করার কথা থাকলেও তাহা করা হয়নি।

     বাংলাদেশ সেনাবাহিনী যদি এই রকমের নিম্নমানের কাজ করে থাকে তবে সাধারণ ঠিকাদাররা কিভাবে দূর্নীতি করবে বলে মনে করেন আপনারা।

Attachments
Publish Date
13/07/2013