Details
সম্মানিত বিদেশ গমন উচ্ছুক ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইরাকে বিভিন্ন ক্যাটাগরীতে সরকারীভাবে জি-টু-জি পদ্ধতিতে অনলাইনে রেজিষ্ট্রেশন কাজ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে শুরু হবে। তাই আগ্রহীদেরকে ০১/০৯/২০১৩ইং হতে ০৫/০৯/২০১৩ইং পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নাম রেজিষ্ট্রেন করার জন্য বলা হইল।
সঙ্গে যা যা নিতে হবেঃ
১। পাসপোর্ট/ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
২। ২কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩। শিক্ষাগত যোগ্যতার সনদ(যদি থাকে)।
৪। ১৫০/- পে-অর্ডার (যে কোন ব্যাংক, কক্সবাজার শাখার)।
আগামী রবিবার-বৃহস্পতি বার পর্যন্ত(০১/০৯/১৩ইং হতে ০৫/০৯/১৩ইং পর্যন্ত) বিস্তারিত ডাউনলোড অপশনে দেওয়া হলো।
ধন্যবাদ
ফিরোজ আহাম্মদ (ভুট্টো)
চেয়ারম্যান
১নং ঈদগড় ইউনিয়ন পরিষদ
রামু, কক্সবাজার।